9:36 AM, 13 November, 2025

নাগরপুরে ভোক্তা  অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ১১ দোকানীকে জরিমানা

btrhdr

btrhdr

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

নাগরপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১১টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে

আজ (১৯ নভেম্বরবিকাল ৩টা থেকে টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখার আলম রিজভী অভিযান পরিচালনা করেন

ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় সময় নাগরপুর বাজার মেইন রোডে  মিষ্টি পট্টিতে অবস্থিত রঞ্জন মিটান্ন ভান্ডার,খোকা ঘোষের মিষ্টির দোকান গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কারচুপি, পণ্যের গায়ে খুচরা মূল্য,মেয়াদ উৎপাদন তারিখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা,নকল পণ্য বিক্রি করায় লামিয়া কসমেটিকস এন্ড ভ্যারাইটিজ স্টোর মেসার্স জুই কসমেটিকস কে হাজার টাকা এবং মুরগী ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৫ হাজার টাকা করে জরিমানা করে

সহকারী পরিচালক মো. ইফতেখার আলম রিজভী বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে আমাদের অভিযান সারা বছর অব্যহত থাকবেজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়