6:53 AM, 13 November, 2025

চট্টগ্রামে বিস্ফোরণে বাড়ি ধস, নিহত ৭

ctg-blast

চট্টগ্রামের পাথরঘাটায় একটি বাড়িতে বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভবনটির একাংশ বিস্ফোরণে ধসে গেছে।

আজ ১৭ নভেম্বর, রবিবার ভোরে কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। কোনো সূত্রে গ্যাসের লাইনে বিস্ফোরণের কথা বলা হলেও পুলিশের ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, পুলিশের ধারণা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে বাড়িটির একাংশ বিধ্বস্ত হয়েছে।

তিনি আরো জানান, বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে।