8:06 AM, 13 November, 2025

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে  শেয়ালের কামড়ে আহত ১১ 

received_1015248388839281
জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে শেয়ালের খপ্পর থেকে দুই বছরের এক শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে মাসহ ১১ জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার বাগবাড়ি গ্রা‌মের গীতা রাণী ও তার মেয়ে বৃ‌ষ্টি, রমা রাণী, জয়নব বেগম, লা‌কী আক্তার, রজনী বেগম, কুলসুম বেগম, হা‌বিবুর রহমান, নূর-জাহান, মুন্নাফ ও দেলোয়ার হোসেন।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা রাতে ওই গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।জানা গেছে, শেয়ালের কাম‌ড়ে আহত ওই ১১ জন‌কে ভূঞাপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে ভর্তি করা হ‌য়েছে। এদের ম‌ধ্যে ৪ জন‌কে উন্নত চিলকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের আবা‌সিক মেডিক্যাল অফিসার তৌফিক এলা‌হি জানান, উপ‌জেলার বাগবা‌ড়ি এলাকায় গীতা রা‌ণীর দুই বছরের মেয়ে বৃ‌ষ্টি বাড়ির উঠা‌নে খেলাধূলা কর‌ছিল। এ সময় এক‌টি ক্ষ্যাপা শেয়াল শিশু মেয়েটিকে একা পেয়ে আক্রমণ করেন। প‌রে গীতা রাণী তার মেয়েকে উদ্ধারে এগিয়ে এলে শেয়ালটি তা‌র উপরও আক্রমণ করে। এতে মা ও মেয়ে গুরুতর জখম হয়। আক্রমণ করে সেখান থেকে শেয়ালটি পালা‌নোর সময় সাম‌নে যা‌কে পেয়েছে তা‌কেই কাম‌ড়ে আহত ক‌রেছে। এতে করে মোট ১১জনকে আহত করে।চিকিৎসক আরও ব‌লেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেয়ালের কামড়ের ভ্যাক‌সিন সরবরাহ নেই। অনেক বাই‌রে থেকে ভ্যাকসিন কিনে এনে চিকিৎসা নিয়ে বা‌ড়ি চ‌লে গেছেন।