2:20 AM, 13 November, 2025

আবারো ব্যর্থ মাহুমুদুল্লাহ, সামিতে ফেরালো মুশফিককে

india_57

সকাল থেকেই চাপে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতীয় পেসারদের গতি আর সুইংয়ের ক্লাসে রীতিমতো মাথা চুলকানো অবস্থা ইমরুল-সাদমানদের। সাথে বেশ ভালোভাবেই পরীক্ষা নিয়েছেন রবিযুগল। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় টাইগাররা।

বিরতির পরে বেশ খানিকটা স্বাচ্ছন্দের সাথেই ব্যাট করছিলো অপরাজিত দুই ব্যাটসম্যান মুশফিক এবং মমিনুল। তবে, হঠাৎ করে ছন্দপতন। অফ স্পিনার রবির বলের লাইন বুঝতে না পেরে বোল্ড হোন অধিনায়ক। রিয়াদ একবার জীবন পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ রিয়াদ।

চা-বিরতিতে যাওয়ার শেষ ওভারে সামি দেখান নিজের ঝলক। উইকেটে থিতু হওয়া মুশফিককে অসাধারণ এক ইন-সুইংয়ে কুপোকাত করেন তিনি, তার পরের বলেই ‘গোল্ডেন ডাক’ উপহার দেন মেহেদী মিরাজকে। ২১ রানে অপরাজিত রয়েছেন লিটন। দলের সংগ্রহ ১৪০ রানে ৭ উইকেট।

বাংলাদেশ একাদশ:

ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহুমুদুল্লাহ, লিটন দাশ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।