11:27 AM, 13 November, 2025

দেবীগঞ্জ পৌরসভার প্লাস্টিক ডাস্টবিন এর উদ্বোধন

IMG_20191114_151303

পঞ্চগড় প্রতিনিধি :

দেবীগঞ্জ পৌরসভার দোকান পাট ,কাচাবাজার প্রতিটি হোটেল সংল্গন, বিজয় চত্বর মোড় সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য দেবীগঞ্জ পৌরসভার মাধ্যমে ৫০ টি প্লাস্টিক ডাস্টবিন উদ্বোধন করেন পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, পৌর সহায়তাকারী আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী ,লূৎফা বেগম ,রুকসানা বেগম ,নন্দন শাহ, কাউন্সেলার আব্দুস সাত্তার,বাজার কমিটির সভাপতি আলহাজ¦ লূৎফর রহমান,পৌর ইনজিনিয়ার নুরুজ্জামান , পৌর হিসাব রক্ষন অফিসার গোলাম হাসনাইন রতন, এলজিডির সহকারী ইনজিনিয়ার জুয়েল ইসলাম,বাজার কমিটির সদস্য আরিফ হোসেন,মাস্টার রুলে নিয়োজিত ৬ জন মহিলা পরিচ্ছহ্ন কর্মি সহ রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল কাইউম,প্রেসক্লাবের সাধার সম্পাদক জাকির হোসেন কবির (রাজু) প্রমুখ ।প্রতিটি ডাস্টবিনে নিজ দায়িত্বে ময়লা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ সহ হাট ডাক কমিটি নিজ দায়িত্বে ডাস্টবিন হইতে ময়লা পৌরসভার নিদৃষ্ট স্থানে আবর্জনা, ময়লা রাখার জন্য পৌর প্রসাশক অনুরোধ রাখেন ।