8:15 AM, 13 November, 2025

গোলাপগঞ্জে আওয়ামীলীগের সম্মেলন: বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে- নুরুল ইসলাম নাহিদ এমপি

Golap pic-1

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষামন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০০৪ সালে বিএনপির দুঃশাসনের সময় আওয়ামীলীগের সম্মেলন হয়েছিল। সেই সময় থেকে উপজেলার ত্যাগী নেতারা আওয়ামীলীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তাদের ত্যাগের বিনিময়ে আজ উপজেলা আওয়ামীলীগ এ পর্যায়ে। আওয়ামীলীগ জনগণের দল। শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামীলীগ সু সংগঠিত হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে আওয়ামীলীগকে গড়ে তুলতে হবে। দলকে শক্তিশালী করতে হলে সৎ দক্ষ নেতৃত্বের প্রয়োজন। অতীতে দেশে খাদ্যের অভাব ছিল। একসময় বিদেশিরা বাংলাদেশকে গরিব দেশ বলে উপহাস করতো। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ অনেক দ‚র এগিয়ে গেছে। আজ খাদ্যে স্বয়ং সম্পন্ন আমাদের দেশ। দেশের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সকল ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ও জনগণের স্বপ্ন আজ বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সরকার বার বার ক্ষমতা গ্রহণ করে মানুষের কল্যাণে কাজ করছে বলে আওয়ামীলীগ আজ এদেশের সকল শ্রেণীর মানুষের দল হিসেবে নিজেদের পরিচিত তুলে ধরতে সক্ষম হয়েছে। নুরুল ইসলাম নাহিদ দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
গতকাল বুধবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হয়। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় কাউন্সিল পূর্ববর্তী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বেশ কটি মিছিল সহকারে নেতাকর্মীরা সম্মেলন স্থলে যোগদান করেন। এসময় প্রধান আলোচক বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, গোলাপগঞ্জের জন প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ ও গোলাপগঞ্জের কৃতি সন্তান ইনাম আহমদ চৌধুরীর মত লোক আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকায় গোলাপের সৌরভ পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, বিএনপি একটি অপরাধীদের সংগঠন। তারা ক্ষমতায় থাকাকালীন দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এতিমের টাকা চুরির অপরাধে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আজ জেলে আছেন। খালেদা জিয়া আর কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আজ মুক্তিযোদ্ধের চেতনার ও শান্তির দেশে পরিণত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যের বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ দেশের জন্য কাজ করে। জনগণের দল হিসেবে আমি আওয়ামীলীগে যোগদান করেছি। ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে যাবো। আর আওয়ামীলীগ দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন আওয়ামীলীগের কার্যক্রমে তৃণমূল নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের কারণেই আজ আওয়ামীলীগ ক্ষমতায়। গোলাপগঞ্জের অনেক নেতার কারণে সিলেটে আওয়ামীলীগ সংগঠিত হয়েছে। আওয়ামীলীগে কোন অনু প্রবেশকারীর ঠাঁই নেই, ত্যাগী নেতাকর্মীদের দিয়েই দলকে সুসংগঠিত করা হবে। আগামী ৫ ডিসেম্বর সিলেট জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সফল করার জন্য তিনি সবার প্রতি আহবান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানের শুরুতে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সেক্রেটারী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন নেছা হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন। এসময় মে উপবিষ্ট ছিলেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এমপি, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট নিজাম উদ্দিন, নাছির উদ্দিন খান, বিজিত চৌধুরী, জগলু চৌধুরী, সিলেট সিটি করর্পোরেশনের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা আওয়ামীলীগের দপ্তন সম্পাদক আলী আকবর ফখর, পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক প্রমুখ।