12:30 AM, 13 November, 2025

সাদুল্যাপুরের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ি জিয়াউল ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার

rab 16-4-19

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার মহিষবান্দি এলাকা থেকে ইয়াবাসহ সক্রিয় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জিয়াউল করিম কে গ্রেফতার হয়েছে।

র‌্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্প এর মাদক বিরোধী অভিযানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ এপ্রিল সোমবার রাত্রিতে গাইবান্ধা জেলার সাদুল্যাাপুর উপজেলার মহিষবান্দি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জিয়াউল করিম(৫৫) কে গ্রেফতার পুর্বক তার নিকট থেকে নিষিদ্ধ ইয়াবা ৩০ পিস ও ১টি মোবাইল ফোন উদ্ধার করে।

গ্রেফতারকৃত কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জিয়াউল করিম(৫৫) সাদুল্যাপুর উপজেলার মহিষাবান্দি গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপর একটি মামলা কোর্টে বিচারাধীন আছে। গ্রেফতারের পর তাহার দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান আছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতাকৃত কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী জিয়াউল করিম(৫৫) সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করে র‌্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্পের ভ্রারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি হাবিবুর রহমান।