2:18 AM, 13 November, 2025

মেসির হ্যাটট্রিকে লা লিগার শীর্ষে বার্সেলোনা

messi_18

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় বার্সেলোনা বনাম সেল্টাভিগোর ম্যাচে জয় পেয়ে লিগ শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।ওই ম্যাচে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি।মূলত তার অসাধারণ নৈপুণ্যেই বিশাল এই জয় পায় বার্সেলোনা।

শনিবার ন্যু ক্যাম্পে সেল্টাভিগোর বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা।ম্যাচের ২৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেন লিও মেসি।  এরপর ৪৫ মিনিটে ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোল করেন তিনি।ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক গোলটি করেন তিনি।লা লিগায় এটি তার ৩৪ তম হ্যাটট্রিক।  এটিও ফ্রি-কিক থেকেই করেন।

সেল্টাভিগোর হয়ে একমাত্র গোল করেন লুকাস ওলাজা।এছাড়া ম্যাচের শেষদিকে অর্থাৎ ৮৫ মিনিটের মাথায় বার্সার হয়ে চতুর্থ গোল করেন সার্জিও বুসকেটস।

এদিকে খেলা শেষে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘ মেসির উপর নির্ভর করা ছাড়া অসম্ভব।  তিনি সবকিছুই উদ্দীপ্ত করে তোলেন। ’

শনিবারের খেলায় জয়লাভের ফলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। লা লিগায় বার্সার পরেই রয়েছে রিয়েল মাদ্রিদ।  জিনেদিন জিদানের দলটিও সমপরিমাণ ম্যাচে ২৫ পয়েন্ট অর্জন করেছে কিন্তু গোল পার্থক্যের কারণে বার্সেলোনা শীর্ষ স্থান ধরে রেখেছে।