ইতিহাস রচনার দিনে ভাঙতে পারে দুইদলের উইনিং কম্বিনেশন!

শনিবার অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন মুস্তাফিজ আর কুচকির ব্যথায় অনুশীলনে অনুপস্থিত ছিলেন মোসাদ্দেক। তাই, ম্যাচের শেষমূহুর্তে একাদশে আসতে পারে পরিবর্তন। অন্যদিকে, ভারতীয় পেসার খলিল আহমেদকে হয়তো এই ম্যাচটা দর্শক হয়ে দেখতে হতে পারে।
অনেকটা ভাঙা-চোড়া দল নিয়ে এবার গান্ধীর দেশ ভারতে যায় টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সমস্ত ক্রিকেট দুনিয়ায় এক প্রকার হৈচৈ ফেলে দেয় রিয়াদের দল। রেকর্ড গড়া জয়ের দিনে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই উজ্জ্বল ছিলো ছেলেরা। শক্তিশালী ভারতকে দেড়শোর আখড়া পেড়োতে দেয়নি বিপ্লব-আলামিনরা। ব্যাট হাতে কয়েকবার জীবন পাওয়া মুশফিক মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।
সিরিজে এগিয়ে থেকে প্রথম এশিয়ান দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন পূরণে রাজকোটে মাঠে নামে টাইগাররা। কিন্তু, এদিন অন্য এক বাংলাদেশের দেখা মিলে স্বরাষ্ট্র স্টেডিয়ামে। দিল্লীর পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে ব্যর্থ হয় ডোমিঙ্গোর শিষ্যরা। ব্যাটসম্যানদের অন্ধকার দিনে আশার আলো জাগাতে পারেননি বোলাররাও। প্রতিপক্ষ কাপ্তান রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে উড়ে যায় টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন। সিরিজে ফেরে সমতা, নাগপুর হয়ে দাঁড়ায় ফায়সালার মঞ্চ!
এদিকে, ম্যাচের আগে মুস্তাফিজ আর মোসাদ্দেককে নিয়ে দেখা দিয়েছে সংশয়। মুস্তাফিজ অনুশীলনে পেয়েছেন গোড়ালিতে চোট আর কুচকির ব্যথায় অনুশীলনে অনুপস্থিত ছিলেন মোসাদ্দেক। তাই, বলতে গেলে দুইজনেই অনিশ্চিত আজকের ম্যাচের জন্য। সেক্ষেত্রে, স্পিন উইকেট বিবেচনায় তিন বছর পরে আবারো দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেতে পারেন আরাফাত সানী। আর পেস বিভাগে নিশ্চিতভাবেই দেখা যাবে বা-হাতি পেসার আবু হায়দার রনিকে।
স্বাগতিক শিবিরে ইনজুরি হানা না দিলেও গত দুই ম্যাচের বাজে ফিল্ডিং এর পাশাপাশি তাদের আরেক চিন্তার নাম পেস বোলিং। দীপক চাহার মোটের উপর কাজ চালানো পারফর্ম করলেও বা-হাতি পেসার খলিল আহমেদ গত দুই ম্যাচেই ছিলেন বেশ খরুচে। টিম ম্যানেজমেন্টের আভাস অনুযায়ী আজকের ম্যাচে রিসার্ভ পেসার শার্দল ঠাকুরের কাছে হয়তো জায়গা হারাতে হবে খলিলকে, সেক্ষেত্রে তাকে দর্শক হয়েই উপভোগ করতে হবে সতীর্থদের খেলা।
নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ কি পারবে ইতিহাস গড়তে নাকি ঘরের ট্রফি ঘরেই রয়ে যাবে? উত্তরটা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘণ্টা!
