8:40 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে মহাসড়কে নৈশকোচ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ নিহত ১

leguna news gaibandha

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার ঢাকা -রংপুর মহাসড়কে পলাশবাড়ীর মহেশপুর নামক স্থানে আজ ৮ নভেম্বর ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ হানিফ পরিবহনের ও পলাশবাড়ী অভিমুখী লেগুণার মুখোমুখি সংঘর্ষে এতে ঘটনা স্থলেই লেগুনা চালক মারা যান। স্থানীয়রা জানায় এঘটনায় কয়েকজন আহতদের পলাশবাড়ী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পলাশবাড়ী মহেশপুর গ্রাম নামক স্থানে এই দ‚র্ঘটনা ঘটে নিহত লেগুনা চালক আরিফ (২০) ধাপেরহাট তিলক পাড়া গ্রামের সনজু মিয়ার পুত্র বলে যানা যায়। গ্রাম জুড়ে চলছে শোকের মাতম চলছে। গুড়িয়ে যাওয়া লেগুনা ও নৈশকোচটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় লেগুনা ও হানিফ পরিবহনের নৈশকোচটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত হয়েছেন লেগুনা চালক তবে কোন আহতের খবর আমরা পাইনি।