1:59 AM, 13 November, 2025

বরগুনা পাথরঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

IMG_20191106_212954
বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা পাথরঘাটায় কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম অঙ্কিতা (২)। সে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের নিলতী গ্রামের বিটুল ঘরামীর মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবারব দুপুর ১টার দিকে অঙ্কিতা বাড়ির সামনে খেলা করছিল। এরই একপর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায়। ঘটনার সময় নিহত শিশুর মা কাকলি রানী দুপুরের খাবার রান্না করছিল। বাজার থেকে নিহত শিশুর বাবা বাড়ি ফিরে অঙ্কিতা কে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে।
স্থানীয় ইউপি সদস্য জহির মিয়া সহ গ্রামবাসী খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন। একমাত্র মেয়েকে হারিয়ে মা বাবা সহ গোটা পরিবারে চলছে শোকের মাতম।