3:50 AM, 13 November, 2025

ঘূর্ণিঝড় মাহার আশংকায় বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি

cyclonic-storm-maha

দিল্লির বায়ু দূষণের শংকা, রাজকোটে ঘূর্ণিঝড় হয়ে চোখ রাঙ্গাচ্ছে! প্রথম টি-টোয়েন্টির আগে আলোচনার পাতা জুড়ে ছিল দিল্লির বায়ু দূষণ। তবে শেষমেশ বায়ু দূষণ তেমন প্রভাব বিস্তার করতে পারেনি, বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। মুশফিকের ব্যাটে বায়ু দূষণ চলে যায় আলোচনা বাইরে। তবে রাজকোটে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টির আগে আলোচনায় ঘূর্ণিঝড় মাহা।

ভারতের আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড় মাহা বুধবার রাতে, বা বৃহস্পতিবার সকালে গুজরাট উপকূলে আঘাত হানতে পারে। আর ঘূর্ণিঝড়ের ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে হতে পারে ভারী বৃষ্টি। আর তেমনটা হলে, ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু রাজকোটের অবস্থান গুজরাট উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে। আজ সকালে মাহার অবস্থান ছিল আরব সাগরে, যা গুজরাট উপকূল থেকে ৬০০ কিলোমিটারের কিছু দূরে। গেল পাঁচ দিন ধরে কেরালা উপকূল হয়ে, উত্তর-পূর্ব দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়ে মাহা। আজ রাতেই ১২০ ডিগ্রি বাঁকা নিয়ে গুজরাটের দিকে যাওয়ার কথা মাহার।