9:46 AM, 13 November, 2025

লক্ষ্মীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে

rape-pic

লক্ষ্মীপুরের রামগতিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সালাহ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। ৫ নভেম্বর, মঙ্গলবার দুপুরে ওই শিক্ষককে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার শিক্ষক উপজেলার হারুন মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভূক্তভোগী ছাত্রী একই বিদ্যালয়ে পড়ালেখা করে।

পুলিশ জানায়, স্কুল চলাকালীন সময়ে ওই ছাত্রীকে সোমবার (৪ নভেম্বর) দুপুরে একটি কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে শিক্ষক। বিকেলে ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। পরে সন্ধ্যায় ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক সালাহ উদ্দিনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মা মামলা করেছে। গ্রেপ্তার করে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।