9:59 PM, 12 November, 2025

প্রজনন মৌসুম শেষে গাইবান্ধার বাজারে ইলিশ : মাছ বেশী হলেও দাম কমছে না

Gaibandha Pic-04 (24)

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ইলিশের প্রজনন মৌসুম শেষে গাইবান্ধার হাট-বাজারে আবার ইলিশ মাছ আসতে শুরু করলেও এখনও দাম কমছে না। ফলে দীর্ঘ বিরতির পর ইলিশ মাছের আমদানি শুরু হলেও মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে।
মঙ্গলবার গাইবান্ধা পুরাতন বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, বড় এবং মাঝারি ইলিশ মাছের আমদানি রয়েছে বাজারে। বড় সাইজের ইলিশ মাছ ৯শ’ টাকা কেজি এবং মাঝারি জাতের ইলিশ ৮শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এসময়ে যেহেতু ইলিশ মাছ বেশী ধরা পড়ছে সেজন্য প্রতিকেজি ইলিশ মাছ ৪শ’ থেকে ৬শ’ টাকার মধ্যেই নেমে আসার কথা। এব্যাপারে ইলিশ ব্যবসায়িদের সাথে কথা বললে তারা জানান, মোকামে বিপুল পরিমাণ ইলিশের আমদানি হলেও সেখান থেকেই পাইকারিতে বেশী দামে ইলিশ মাছ কিনতে হচ্ছে। সেজন্য দাম কমছে না। তবে কয়েকদিনের মধ্যে ইলিশ মাছের দাম কমবে বলে তারা জানালেন।
প্রসঙ্গত উলে­খ্য যে, গাইবান্ধায় যমুনা ও ব্রহ্মপুত্র নদীতেও প্রজনন মৌসুম থেকে এবার ইলিশ আসতে শুরু করেছে। জেলেদের জালে ধরাও পড়ছে ইলিশ মাছ।