ঠাকুরগাঁওয়ে বিজয় ফুল তৈরি ও বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বিজয় ফুল তৈরি ও বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ। মঙ্গলবার ৫ ই নভেম্বর জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) এ সমাপনী এবং বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং দলগত দেশাত্মবোধক, দলীয় সংগীত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন।
প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
