মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬৩৭ তম স্থান অর্জন করেছে কিশোরগঞ্জের মারুফ হোসেন

কিশোরগঞ্জ প্রতিনিধি: মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৬৩৭ তম স্থান অর্জন করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে কিশোরগঞ্জের মারুফ।
মারুফ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মারিয়া গ্রামের আরজু মিয়া ও নুরুন্নাহার পাপিয়ার সন্তান। ৩ ভাই বোনের মধ্যে সবার ছোট সে। বড় ভাই আরিফ বেশি লেখাপড়া করতে পারেনি, বাবার পাশাপাশি সংসারের হাল ধরার জন্য সে একটা টেক্সটাইল কোম্পানিতে চাকুরীতে জয়েন্ট করে। বোন বিবাহিত, তবু স্বামীর সংসারে থেকেও লেখাপড়া থেকে ছিটকে পড়েনি, বর্তমানে সে ডিগ্রী ৩য় বর্ষে অধ্যায়নরত।
মারুফের বাড়ি কিশোরগঞ্জ হলেও সে বাবা মা ভাই বোনের সাথে নারায়নগঞ্জের রুপগঞ্জে বসবাস করে এবং ওখানে থেকেই লেখাপড়া করে আসছে।
মারুফ হোসেন ছোটবেলা থেকেই ছিল নম্র,ভদ্র ও শান্তশিষ্ট স্বভাবের এবং লেখাপড়ায় ছিল খুবই মেধাবী। ২০১৭ সালে সে হাজী মোঃ এখলাস উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় (রুপগঞ্জ-নারায়নগঞ্জ) থেকে এস এস সি তে গোল্ডেন ৫ ও ২০১৯ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচ এস সি তে গোল্ডেন ৫ পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে ৬৩৭ তম স্থান অর্জন করে।
মেডিকেলে ভর্তি পরীক্ষার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। শুধুমাত্র জগন্নাথ বিদ্যালয়ে ওয়েটিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট থেকেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। দারিদ্রতা তার মেধাকে দমিয়ে রাখতে পারেনি কিছুতেই।
মারুফের এই সাফল্যে তার পরিবারে বইছে আনন্দের ফোয়ারা। বাবা মা ভাই বোন সবাই আজ খুব খুশি। আনন্দে বাবা মা দুজনের চোখেই পানি।তাদের কষ্ট সফল হয়েছে, তাদের সন্তান ভবিষ্যতে যেন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে এটাই তাদের প্রত্যাশা।
এদিকে মারুফের এই সাফল্যে খুশির জোয়ার বইছে তার নানার বাড়ি হোসেনপুরেও। নানা বাড়িতে যেন আনন্দের শেষ নেই।
উল্লেখ্যঃ বর্তমান তরুন উদীয়মান কলামিস্ট, অনলাইন নিউজ পোর্টাল ‘দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম’র প্রধান উপদেষ্টা ও স্বেচ্ছাসেবি সংগঠন ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব এস.এম. মিজানুর রহমান মামুনের চাচাতো বোনের ছেলে মারুফ।
মারুফের সাফল্যে খুশি হয়ে জনাব এস.এম.মিজানুর রহমান মামুন দেশবাসী সকলের কাছে ভাগিনার জন্য দোয়া চেয়েছেন। ভবিষ্যতে মারুফ যেন একজন বড় মাপের ডাক্তার হয়ে সুচিকিৎসা করে মানুষের সেবায় কাজ করে যেতে পারে এই কামনা করেছেন।
