গৌরবময় জয় এনে দেয়া সতীর্থদের প্রশংসায় ভাসালেন সাকিব

‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ’ সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে তিনি খেলছেন না ঠিকই কিন্তু তারপরও আছেন কোটি মানুষের মনে।
ভারতের মাঠে প্রথমবারের মতো ভারতকে হারালো বাংলাদেশ। সেই ম্যাচে খেলার কথা ছিলো সাকিব আল হাসানের। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কথা ছিলো।
কিন্তু আইসিসির দেয়া নিষেধাজ্ঞার কারণে এক বছর কোনো ক্রিকেট খেলতে পারবেন না। তাই বলে নিজের দেশের খেলার খবর রাখবেন না? অবশ্যই রাখবেন আর সবাইকে ভালো খেলার উৎসাহও দিবেন।
ঠিক তেমনটাই করলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ভারতকে প্রথম টি-২০ তে ৭ উইকেটে হারিয়েছে। আর তাতে বেশি খুশি হয়েছেন সাকিব। প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থদের।
ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই জয়টিকে তিনি গৌরবময় জয় বলে আখ্যায়িত করেছেন।
সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স!অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছো একটি গৌরবময় মুহূর্ত।’
