7:00 AM, 13 November, 2025

আমতলী ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

IMG_20191104_154039
বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা আমতলী উপজেলায় ধানক্ষেত থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া এলাকা থেকে ওই লাশ  উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ।
ওই গরু ব্যবসায়ীর নাম ইব্রাহিম হাওলাদার (৫০)। তিনি পশ্চিম কলাগাছিয়া এলাকার মৃত মৌজলী হাওলাদার মিয়ার ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকাল সাড়ে ৩  টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি ইব্রাহিম। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি বলে জানান পুত্রবধূ।
আজ সকালে ধান ক্ষেতে ইব্রাহিম হাওলাদার লাশ পড়ে থাকতে দেখতে স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে থেকে ইব্রাহিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ইব্রাহিম পুএবধু  সোহাগী বেগম সাংবাদিকদের বলেন, কাল বিকালে ঘর থেকে বেরিয়েছেন আমার শ্বশুর। কে বা কারা হত্যা করেছে আমি জানিনা। তিনি বলেন আমার শ্বশুর বর্তমানে গরুর ব্যবসা করতেন। সর্বদাই তার কাছে টাকাপয়সা থাকতেন। সকালে লোকজন বলাবলি করার কারণে তিনি জানতে পারেন তার শশুরের লাশ পড়ে আছে ধানক্ষেতে।
আমতলী থানার সার্কেল এসপি জানান ,আমাদের ধারণা, ইব্রাহিম কে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তার মাথায় ও পায়ে ঘাতের চিহ্ন রয়েছে।