6:37 AM, 13 November, 2025

পদত্যাগ করতে পারেন পাপন?

papon_7

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ঢাকা টাইমস।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বিসিবি সভাপতি নানা কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হচ্ছেন। সেই বিশ্বকাপের আগে দলীয় ফটোসেশনে সাকিব আল হাসানের না আসায় পাপনের তির্যক মন্তব্যের জেরে আলোচান শুরু হয়। এরপর সম্প্রতি সাকিবের নেতৃত্বেই দাবি-দাওয়া উত্থাপন করে  আন্দোলনে নামে ক্রিকেটাররা।

এর মধ্যে ক্যাসিনোকাণ্ডে পাপনের ঘনিষ্ঠ পরিচালক লোকমান হোসেন ভূইঁয়া গ্রেপ্তার হন। তখনও আলোচনায় আসেন পাপন। দু-একদিন ধরে পাপনের ক্যাসিনো খেলার ভিডিও ভাইরাল হলে যেন তা আগুনে ঘি ঢেলে দেয়। এ নিয়ে চতুর্দিকে কঠোর সমালোচনা ওঠে।

ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েও আইসিসিকে না জানানোর অপরাধে হঠাৎই নিষেধাজ্ঞার মুখোমুখি হন সাকিব আল হাসান। এ ঘটনার ক্ষোভও গিয়ে পড়ছে বিসিবি সভাপতি দিকে। অনেকেই পাপনের পদত্যাগ দাবি করে আন্দোলনও শুরু করছেন।

জানা গেছে, নাজমুল হাসান পাপনের ক্যাসিনোর ভিডিও নাকি ইতোমধ্যে নজরে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। যদিও এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানাননি তিনি।

তবে জানা যায়, প্রধানমন্ত্রী কোন কঠোর সিদ্ধান্ত নেয়ার আগেই হয়ত ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন পাপন। হতে পারে সেটিও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেকই হবে।

এ ব্যাপারে অবশ্য কোন মন্তব্য করতে চাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের ব্যাপারটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন। বিষয়টি তিনি দেখছেন, কাজেই এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’