3:25 AM, 13 November, 2025

সৌদি আরবে বাথরুমের ছাদ ভেঙ্গে এক প্রবাসীর মৃত্যু।

20190414_204437

মোঃ ওমর ফারুকঃ

সৌদি আরবের মদিনা মানোয়ারাতে একটি দোতলা বিল্ডিংয়ের বাথরুমের ছাদ ভেঙ্গে মোহাম্মদ ইরফান (২২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

নিহত মোঃইরফান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চুনতি ইউনিয়নের সাতঘর মেম্বার পাড়ার মক্কা প্রবাসী আবুল কাশেমের প্রথম পুত্র।

ইরফার মদিনা শরীফের কাছে একটি খেঁজুরের দোকানে চাকুরী করতেন।
গত এক বছর আগে চাচার দেয়া ভিসাতে তিনি সৌদি আরব আসেন। নিহত এ তরুণ মদিনায় অবস্থান কালে তার নিজ  বাসস্থানে দ্বিতল বাসার বাথরুমের ছাদ ভেঙ্গে পড়ে গত ১০-এপ্রিল রাত ১১-টার সময় গুরুতর ভাবে আহত হন।

আহত অবস্থায় তাকে মদিনা কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। দু’দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ এপ্রিল সৌদি সময় ১২-টা  মৃত্যু বরণ করেন।