6:56 AM, 13 November, 2025

গাইবান্ধায় যুব দিবস পালিত

1

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

জাতীয় যুব দিবস ২০১৯ ইং উদযাপিত উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ নভেম্বর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি হলরুমে উদযাপন করা হয়।
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদরে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম,গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক তোফায়েল আহম্মেদ খানসহ জেলা ও সদর উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তাবৃন্দ ।