3:49 AM, 13 November, 2025

কাশ্মীর ভাগ করল ভারত সরকার

shops-shuttered-streets-deserted-as-kashmir-loses-special-status-and-is-divided

নীরব হয়ে আছে কাশ্মীরের শ্রীনগরের রাস্তাঘাট, কারণ এই রাজ্যের সাংবিধানিক স্বায়ত্তশাসনকে আনুষ্ঠানিকভাবে বাতিল করে কাশ্মীরকে দুটি কেন্দ্রীয় অঞ্চলে ভাগ করেছে ভারত সরকার। বুধবার মধ্যরাতের পর থেকে এই ফেডারেল ল কার্যকর হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

গত আগস্ট মাসে, কাশ্মীরের অবস্থার স্থিতি পরিবর্তন এবং রাজ্যটিকে ভারতের কেন্দ্রীয় সরকারের অন্তর্ভূক্ত করার  সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার থেকে তা বাস্তবায়ন হতে যাচ্ছে।  যদিও পাকিস্তান সরকার দাবি করেছে তিন দশকের সশস্ত্র বিদ্রোহ চলাকালীন রাগ ও ক্ষোভের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

পুরনো জম্মু ও কাশ্মীরকে বৌদ্ধ-অধ্যুষিত উঁচু অঞ্চল লাদাখ ও শ্রীনগরসহ পার্শ্ববর্তী এলাকাকে জম্মু-কাশ্মীর এই দুটি কেন্দ্রে ভাগ করে সরকার গঠিত হবে যা সরাসরি দিল্লির অধীনে থাকবে। আজ নতুন লেফটেন্যান্ট গভর্নররা উচ্চ-সুরক্ষিত গভর্নরের চত্বরে শপথ নেবেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

কাশ্মীর সমস্যা সমাধানে নিয়োগাধীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরকে সংহত করার অপূর্ণ স্বপ্ন পূরণ করেছে মোদি সরকার।’

ভারত সরকারের মতে, এই সিদ্ধান্ত রাজ্যটির সার্বিক উন্নয়নে সহায়তা করবে এবং জঙ্গিবাদ থেকে মুক্ত করবে। জঙ্গিবাদের কারণে কাশ্মীরে ৪০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

অতিরিক্ত সেনা মোতায়েন এবং কাশ্মীরের নতুন এই স্থিতির বিরুদ্ধে বিরোধিতার চিহ্ন হিসাবে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে সকালে শ্রীনগরের রাস্তায়, স্কুল ছুটির কারণে ছোটখাট যানজট ছিল বলে জানা গেছে।