12:31 AM, 13 November, 2025

বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য পুরস্কার পেলেন রাহাত সাইফুল

rahat_0

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া। তার স্মরণে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) প্রতিবছর বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য ‘গোলাম কিবরিয়া’ পুরস্কার প্রদান করে। এ বছর এই পুরস্কার পেলেন বিনোদন সাংবাদিক রাহাত সাইফুল।

গত ২৯ অক্টোবর নগরীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল রাহাত সাইফুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তির পর রাহাত সাইফুল বলেন, ‘‌আমি এজেএফবি পরিবারের প্রতি কৃতজ্ঞ। যে স্বীকৃতি পেয়েছি এতে আগামী দিনে কাজের প্রতি আরো দায়বদ্ধতা বেড়ে গেল।’

দেশের বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র, টিভি, মঞ্চ, সংগীতশিল্পীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘আর্টিস্ট-জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর এক যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০১৮-১৯’। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন রাহাত সাইফুল। বাচসাস ছাড়াও বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)-এর যুগ্ন-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের ‌‌‌‌মাদার সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য তিনি। সাংবাদিক সংগঠন ছাড়াও বঙ্গবন্ধুর আদর্শ লালন-ধারণ করে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিয়ে গঠিত স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কার্যনিবাহী পরিষদের সদস্যও তিনি।

দৈনিক বার্তা প্রবাহ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন রাহাত সাইফুল। এরপর বিনোদন ধারা, বিনোদন বিচিত্রা ম্যাগাজিনে কাজ করেন। এছাড়া দৈনিক যায় যায় দিন পত্রিকায় কাজ করেন। বর্তমানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কমে কর্মরত আছেন তিনি।