11:13 PM, 12 November, 2025

সাকিবের পাশে শাকিব : সামনে সাকিব আমাদের আরো গর্বিত করবেন

sakib-and-shakib

এক সাকিব, ক্রিকেট মাঠে সেরাদের সেরা, আরেক শাকিব চলচ্চিত্র জগতের সেরা। দুজনের পথ সম্পূর্ণ আলাদা। তবুও সাকিবের এই দুর্দিনে সাকিবের পাশে দাঁড়াতে ভুল করেননি শাকিব খান। কারণ এই ক্রিকেটই যে আমাদের দল মত নির্বিশেষে এক কাতারে এনে দাঁড় করায়। আর সেই ক্রিকেটেরই একজন সাকিব আল হাসান, যিনি কিনা আমাদের এনে দিয়েছেন অনেক আনন্দের উপলক্ষ।

তাই তো বাকি সবার মত শাকিব খানও সাকিবের পাশে থাকার আশ্বাস দিলেন। বুধবার শাকিব খান নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে সাকিবকে নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

সাকিব আল হাসান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না! ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরো ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এমনটাই আশা করি।’

সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই দুঃসময়ে আমি তার পাশে আছি, আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ তার পাশে থাকবেন।

শাকিব বলেন, ‘সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত। আশা করি সামনে সাকিব আমাদের আরো গর্বিত করবেন।’