বাংলাদেশ-ভারত ম্যাচ দিল্লিতে হোক, চাননা পরিবেশবিদরাও

ভারতের রাজধানী দিল্লি। দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম নগরী। অতিরিক্ত মানুষের চাপে বায়ুদূষণ এখানকার নিত্যদিনের ঘটনা। সাধারণ দিনেই সেখানে মুখে মাস্ক লাগিয়ে চলাফেরা করতে হয়।
বাংলাদেশ ক্রিকেট দল গেছে ভারতে সিরিজ খেলতে। আগামী ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-২০ খেলবে বাংলাদেশ দল। কিন্তু দূষিত তথা বিষাক্ত বায়ুর কথা মনে করিয়ে এরই মধ্যে কয়েকবার ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন সচেতন ব্যক্তিরা।
এবার তাদের সাথে যোগ দিলেন ভারতের পরিবেশবিদরাও। যারা সরাসরি বিসিসিআই’এর নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচটি অন্য কোন ভেন্যুতে সরিয়ে নেওয়ার। কেননা খোলা মাঠে তিন-চার ঘণ্টা খেললে খেলোয়াড়দের শারিরীক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষাক্ত বাতাসের কারণে দিল্লিতে খেলা নিয়ে এর আগেও অনেক সমস্যা দেখা দিয়েছিলো। ২০১৭ সালের ডিসেম্বরে সেখানে খেলতে এসে মুখে মাস্ক পড়ে ফিল্ডিং করতে নেমেছিলেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা।
তাই খেলোয়াড়দের কথা চিন্তা করে ‘কেয়ার ফর এয়ার’ ও ‘মাই রাইট টু ব্রিথ’ নামক বায়ুদূষণ বিরোধী সংস্থার প্রতিনিধি- পরিবেশবিদ জ্যোতি পাণ্ডে ও রবীনা রাজ কোহলি এ বিষয়ে সৌরভ গাঙ্গুলিকে খোলা চিঠি দেন।
চিঠিতে তারা লিখেছেন, ‘আগামী ৩ নভেম্বর ভারতের দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশের বিপক্ষে প্রথন টি-২০ খেলবে ভারত। যখন বায়ুদূষণের পরিমাণ মারাত্মক পর্যায়ে পৌঁছাবে। এই পরিস্থিতিতে আমরা আবেদন জানাচ্ছি প্রথম টি-২০ ম্যাচটি দিল্লির বাইরে অন্য কোন ভেন্যুতে নিয়ে যাওয়া হোক। এই আবহাওয়ায় ৩-৪ ঘণ্টা খেলার পর পরবর্তী সময়ে ক্রিকেটারদের শরীরের উপর খারাপ প্রভাব ফেলবে।’
তারা খোলা চিঠিতে আরো লিখেন, ‘আমরা অনুরোধ জানাতে চাই, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের ভেন্যু ঠিক করার আগে, সেই শহরের বাতাসের অবস্থান ম্যাচের নির্ধারিত সময়ে কেমন থাকবে তা আগে থেকে জেনে নেওয়াটা জরুরি।’
