3:38 AM, 13 November, 2025

গাইবান্ধায় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

gai

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বঙ্গাব্দ ১৪২৬ বর্ষবরণ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি । এতে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক নিলীমা আক্তার, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস্-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণী পেশার মানুষ। পহেলা বৈশাখের এই দিনে জেলা প্রশাসনের আয়োজনে পান্তা উৎসব,বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী পালন করা হয়।