আমরা সাকিবের পাশে থাকবো : ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেছেন, ‘সাকিব আল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্তই নিক আমরা আমাদের ক্রিকেটারের পাশে থাকবো।’
২৯ অক্টোবর, মঙ্গলবার সচিবালয়ে সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য যে নিষেধাজ্ঞার কথা উঠেছে তার প্রতিক্রিয়া হিসেবে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আইসিসি কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা তো নির্ভরযোগ্য কোন রিপোর্ট নয়। কঠোর কোনো সিদ্ধান্ত আসুক বা না আসুক আমরা সাকিবের পাশে থাকবো। সাকিবকে কিভাবে রক্ষা করা যায় সে চেষ্টা করবো। তবে এটি যেহেতু আইসিসির ব্যাপার তাই আমাদের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।’
তবে খবরটি শুনার পর এটা সবসময় মনিটরিং করছি এবং এটা কিভাবে সুষ্ঠু সমাধান করা যায় তা নিয়েও ভাবছি বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
ক্রিকেটারদের আন্দোলনের পর এমন একটি ঘটনা। অনেকে মনে করছেন সাকিবকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং বলেন এর সাথে ওটার কোনো সম্পর্ক নেই।সাকিব নিজেই হয়তো বিষয়টিকে হালকা ভাবে নিয়েছে বলে তিনি মনে করেন।
