9:39 AM, 13 November, 2025

বরগুনার পাথরঘাটা কোস্টগার্ডের অভিযানে  হরিণের চামড়াসহ আটক ১

FB_IMG_1572263845865
বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড ১টি হরিণের চামড়া উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে রফিকুল ইসলাম ওরফে হাবিব (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) রাত  ৯টার দিকে সদর  ইউনিয়নের বাদুরতলা খালের দক্ষিণ পার থেকে কোস্টগার্ড ১টি ব্যাগভর্তি চামড়াসহ ওই যুবককে আটক করে বলে জানা যায়। আটক হাবিব  চরলাঠিমারা গ্রামের মো. হানিফের ছেলে।
কোষ্টগার্ড পাথরঘাটা ষ্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ রায় বলেন, বিক্রির উদ্দেশ্যে হাবিব  চামড়াটি কোথাও নিয়ে যাচ্ছিলো। খবরটি  নির্ভরযোগ্য সূত্রথেকে আমরা জানতে পারি এবং আটক করতে সক্ষম হই।  চামড়াসহ আটককৃত হাবিবকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।