9:38 AM, 13 November, 2025

বরগুনায় কথিত জ্বীনের বাদশার সহযোগী গাইবান্ধা আটক

received_650532552141467
বরগুনা সংবাদদাতাঃ
বরগুনা কথিত জিনের বাদশার সহযোগী রহিমকে (৩২) গাইবান্দা থেকে গ্রেফতার করেছে বরগুনা ও গাইবান্ধার পুলিশ।
সে বরগুনা থানায় করা প্রতারনা মামলার ২ নম্বর আসামী। তাকে গতকালই বরগুনার আদালতে হাজির করা হয়। ২৭ অক্টোবর রোববার আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম গাজী রহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই বরগুনা শহরের একগৃহবধূর কাছ থেকে প্রতারণা করে ৩০ ভরি স্বর্ণ ও সাড়ে ৫ লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্র।
এ ঘটনায় গৃহবধূর স্বামী হাফিজুর রহমান বাদী হয়ে বরগুনা থানায় ১৯ জুলাই মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী আজমল হককে গত ১ অক্টোবর গাইবান্ধা পুলিশের সহায়তার গ্রেফতার করে বরগুনা থানার পুলিশ।
২৭ অক্টোবর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোলায়মান। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম গাজী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।