ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই, দলে নেই নেইমার

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই যেন এক অন্যরকম উত্তজনা সবার মাঝে। সবাই যেন অপেক্ষা করে থাকেন এই দুই দলের মহারণ দেখার জন্য। তাদের অপেক্ষা শেষ হচ্ছে। আগামী ১৫ নভেম্বরে সৌদি আরবে মুখোমুখি হবে দুই দল। যা নিয়ে এখন থেকেই চলছে আলোচনা।
মানুষের আলোচনার আরেকটি বিষয় হলো খেলবেন তো দুই দলের দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও নেইমার। তবে আর্জেন্টিনার হয়ে মেসি খেললেও ব্রাজিলের হয়ে খেলবেন না নেইমার।
নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চার সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন নেইমার।তাই নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলতে পারবেন না তিনি।
নেইমারবিহীন সেলেকাওদের দলে রয়েছে অনেক নতুন মুখ। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোদ্রগো ও অ্যাষ্টোন ভিলা, মিড ফিল্ডার দগলাস লুইস।
ব্রাজিল স্কোয়াড :
ফরোয়ার্ড – ডেভিড নেরেস, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, রোদ্রিগো ও উইলিয়ান।
ডিফেন্ডার – ডানিলো, এমারসন, অ্যালেক্স সান্দ্রো,রেনান লোদি, এদের মিলিতাও, ফেলিপে, মারকুইনহোস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার – আর্থুর মেলো, ক্যাসেমিরো, ফ্যাবিনহো,লুকাস পাকুয়েতা, ডগলাস লুইজ,ফিলিপ্পে কুতিনহো।
গোলরক্ষক – অ্যালিসন বেকার, দানিয়েল ফুজাতো, এদারসন।
