রিয়াজের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক :
আজ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজের জন্মদিন। রাজধানী এপোলে হাসপাতালে চিকিৎসা শেষ বেশখানিকটা সুস্থ হয়ে গত শনিবার দুপুরে বাসায় ফিরেছেন। কোন রকম অনিয়ম যেন না হয় সেদিকটি বিশেষভাবে দেখার চেষ্টা করছেন রিয়াজের সহধর্মিনী টিনা। আজ চিত্রনায়ক রিয়াজের জন্মদিনে তেমন বিশেষ কোন পার্টিও আয়োজন করা হচ্ছে না। তবে রিয়াজের সহধর্মিনী টিনা জানান, ‘যেহেতু আজ জন্মদিন তাই হয়তো ঘরোয়াভাবে পরিবারের সবাই মিলে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। আমি কৃতজ্ঞ রিয়াজের ভক্ত, সহকর্মী এবং আত্মীয় স্বজনের কাছে। কারণ তাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে রিয়াজ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে।’ টিনা জানান এ্যাপোলে হাসপাতালের ডা. শাহাবুদ্দিন তালুকদারের সঙ্গে ফোনে যোগাযোগের মাধ্যমে রিয়াজের আরো সুস্থতার ব্যাপারে পরামর্শও নেয়া হচ্ছে। উল্লেখ্য গত ১৯ অক্টোবর মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং লোকেশনে হার্ট এ্যাটাক হয় রিয়াজের। সেখান থেকে ফেরদৌস ও শাওন রিয়াজকে প্রথম উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে এবং পরবর্তীতে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেখানে এনজিওগ্রাম শেষে চারটি ব্লক ধরা পড়লে তৎক্ষণাৎ শতভাগ ব্লকে রিং পড়ানো হয়। সেদিনই তাকে দেখতে গিয়েছিলেন চিত্রনায়ক আমিন খান, ওমর সানী, জায়েদ খান, ইমন, নির্মাতা এসএ হক অলিক, সকাল আহমেদ, ফারদিন, প্রযোজক তুহিন বড়–য়া’সহ রিয়াজের আত্মীয় স্বজনসহ বেশকিছু শুভাকাঙ্খী।
