ধানমণ্ডির আগুন নিয়ন্ত্রণে, শ্বাসরুদ্ধ হয়ে নারীর মৃত্যু

রাজধানীর ধানমণ্ডি ৬ নাম্বারের ১২ তলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক ষাটোর্ধ্ব বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরো দুই নারী ও এক পুরুষকে হাসপাতালে নেয়া হয়েছে। এ সংবাদ নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ।
আজ ২৬ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডি ৬/এ এলাকার ঈদগাহ ময়দানের বিপরীতে একটি ১২তলা আবাসিক ভবনে আগুন লাগে। তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
তাদের ৪৫ মিনিটের চেষ্টায় সোয়া ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনো ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল জানান, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় ২ জন শ্বাস বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফও।
তিনি আরো বলেন, ‘শাহেদা নামে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। তবে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এখনো অফিসিয়ালি কিছু জানায়নি।
