আম্পায়ারকে গালি দিয়ে নিষিদ্ধ নাসির হোসেন

আম্পায়ারের সাথে বাজে ব্যবহার করার কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে রংপুরের অধিনায়ক নাসির হোসেনকে। কাল থেকে শুরু হচ্ছে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হবে রংপুর বিভাগ। আর এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে নাসিরকে পাবেন না রংপুর। নাসিরের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেবেন বা হাতি পেসার সাজেদুল ইসলাম।
নিষেধাজ্ঞার ব্যপারে হাবিবুল বাশার বলেন, ‘টানা দুই ম্যাচ যথাযথ আচরণ না করায় প্রতীকী শাস্তি দেয়া হয়েছে তাকে। প্রথম ম্যাচে বোলিংয়ের সময় সিরিয়াস ছিল না, ফান করছিল। দ্বিতীয় ম্যাচে আউটের আবেদনে সাড়া না দেয়ায় আম্পায়ারকে গালি দিয়ে বসে। এ কারণে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।’
অবশ্য বাজে ব্যবহারের পরেই শোনা গিয়েছিল নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, একই অপরাধে রংপুরের আরেক ক্রিকেটার নাজমুল অপুকেও জরিমানা করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই এতদিন পর ম্যাচ শুরুর আগে এই নিষেধাজ্ঞা অবাক করার বিষয়।
