বৈশাখের কবিতাঃ স্বাগত বৈশাখ

“স্বাগত বৈশাখ”
নূরউদ্দিন
বছর ঘুরে আসলো ফিরে
বাংলা নব বর্ষ,
এসো সবাই এক সুরে গাই
হৃদয়ে রেখে হর্ষ।
জানাই স্বাগত নতুন বৎসর
বৈশাখী গান গেয়ে,
করবো বরন ধান দুবরা আর
পান বাতাসা দিয়ে।
সবাই মিলে একই তালে
গাইবো গ্রীস্মের গান,
কোলা দিয়ে ধুলা সড়িয়ে
তুলবো গোলায় ধান।
হলুদ পাড়ে লাল শাড়িতে
করবে কন্যা বিয়ে,
রেশমী চুড়িতে সাজবে বধু
টিকলী মাথায় দিয়ে।
সবাই মিলে শপথ নিলাম
হাতে রেখে হাত,
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
রইবো যে একসাথ।।
