8:17 AM, 13 November, 2025

জামাল ম্যাজিকে চট্রগ্রাম আবাহানীর সেমিফাইনাল নিশ্চিত

73054739_2601960589923551_8667420062627397632_o

ক্রিড়া প্রতিবেদক: মোঃ আলী আকবর রনী

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এবারের আসরে গতকাল এম.এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম আবাহানী এবংলাওসের ইয়াং এলিফ্যান্টস। খেলায় চট্টগ্রাম আবাহানী ৪-২ গোলের জয় নিয়ে তাদের সেমিফাইনাল নিশ্চিত করে।

এ ম্যাচটি ছিল যেন বাংলার অধিনায়ক জামালময়। কারণ খেলায় পিছিয়ে পড়েও যেভাবে জামাল নিজে এবং পুরো দলটিকে গুছিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তা অসাধারণ। নিজে গোল করেছেন, সাথে দুই গোলের এসিষ্ট হয়েছে তার থেকে। জামাল ভূইয়া দিনে দিনে বাংলার কোটি ফুটবল প্রেমীদের কাছে হিরো থেকে সুপার হিরোতে পরিণত হচ্ছে ক্রমে ক্রমে। জামাল ভূইয়ার তার ক্রস, পাসিং, স্পট কিক, কর্ণারগুলোতে যেন দর্শকরা ইউরোপের আনন্দ উপভোগ করছে।

এম এ আজিজ স্টেডিয়ামের দর্শকরা গতকাল এক রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করে। মোট ৬ গোলের এক উপোভোগ্য ম্যাচ তাদের উপহার দেয় দুই দল।

খেলার প্রতিটি মুহুত্ত্ব যেন রঙ বদলিয়েছে। খেলাতে ছিল উত্তেজনা যেমন তেমনী রোমাঞ্চয়ে ভরা। প্রথমেই গোল করে এগিয়ে যাওয়া চট্টগ্রাম আবাহানীকে ২ গোলে পিছিয়ে পড়তে হয় ইয়াং এলিফ্যান্টসদের বিরুদ্ধে। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে যেন এক নতুন চট্টগ্রাম আবাহানীকে দেখতে পায় দর্শকরা। পরে গোল উৎসবের মাধ্যমেই ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৫ সালের এ আসরের চ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশে থিংক ট্যাঙ্ক কোচ মারুফুল হকের দল।

খেলার প্রথম থেকেই আক্রমাণাত্মক ফুটবল খেলা উপহার দিতে থাকে চট্টগ্রাম আবাহানীর দলটি। খেলার সময় যখন মাত্র তিন মিনিট তখনই এগিয়ে যাওয়ার নিশ্চিত সুযোগ করে দিয়েছিল রহমত মিয়ার ক্রসে আরিফুরের হেডে যখন জালে জাড়ানো অপেক্ষায়, তখন ত্রানকর্তায় ভূমিকায় ইয়াং এলিফ্যান্টস গোলরক্ষক শেষ মুহুর্তে পা দিয়ে ক্লিয়ার করে কর্নারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন।

স্টেডিয়াম দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে খেলার ১০ মিনিটে সময় এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। আরিফুরের শট পাস ধরে “লুকা রতকোভিচ” ডি-বক্সের বাম দিক দিয়ে ঢুকে কাট ব্যাক বাড়ান। ছোট ডি-বক্সের মধ্যে থাকা চিনেডু ম্যাথিউ নিখুঁত টোকায় জাল খুঁজে নেন।

কিন্তু স্বাগতিকদের আনন্দ বেশীক্ষন স্থায়ী হতে পারে নি। খেলার ১১ মিনিটেই
ডি-বক্সের ওপর থেকে এলিফ্যান্টসের ফরোয়ার্ড বনফাচান বনকংয়ের শট ক্রসবারে লেগে ফিরে আসার তিন মিনিট পর ২৫ গজ দূর থেকে দুদার্ন্ত ফ্রি-কিকে সমতা ফেরান আফিক্সাই থানাখান্তি।

২৩তম মিনিটে ফাউল করে প্রথম হলুদ কার্ড পাওয়া ইকবলজন আকরামোভের শিশুসূলভ ভুলে ৩৩ তম মিনিটে পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। ডি-বক্সের ভেতরে তালগোল পাকিয়ে উজবেকিস্তানের এই ডিফেন্ডার ভুল পাসে বল পেয়ে যায় প্রতিপক্ষের সোমেক্সে কেয়োহানামের পায়ে। ঠাণ্ডা মাথায় কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

৫৪তম মিনিটে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। বাঁ দিক থেকে অধিনায়ক জামাল ভূইয়ার ক্রসে রতকোভিচের হেড জালে জড়ায়। ঘনঘন আক্রমণে প্রতিপক্ষ রক্ষণে চাপ দিতে থাকা চট্টগ্রাম আবাহনী খেলায় আবার এগিয়ে যায় ৭১তম মিনিটে। রহমতের লম্বা থ্রো থেকে ইয়াং এলিফ্যান্টস এর ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হন, পরক্ষনে বল পেয়ে যায় অধিনায় জামাল ভূইয়া। বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

৭৮তম মিনিটে জামালের বাঁকানো কর্নারে বল চার্লস দিদিয়েরের মাথা ছুঁইয়ে জালে জড়ালে আবারও এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

‘এ’ গ্রুপের অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের বিপক্ষে ২-০ গোলে জিতে মোহনবাগান। মোহনবাগান ও এলিফ্যান্টস দুই দলেরই সংগ্রহ সমান ৩ পয়েন্ট। পয়েন্টের খাতা এখনও খুলতে পারেনি টিসি স্পোর্টস।
খেলায় অসাধারণ পারফর্ম করার জন্য ম্যাচ সেরা হন, অধিনায়ক জামাল ভূইয়া।