‘৯০ দিনের জন্য এসে পাপন নিজে প্রেসিডেন্ট হওয়ার জন্য যা যা দরকার করেছেন’

ষড়যন্ত্রের মধ্যদিয়ে বিসিবির সভাপতির দায়িত্বে নাজমুল হাসান পাপন এসেছেন বলেই এখন তিনি সবকিছুতেই ষড়যন্ত্র খুঁজেছেন- এমনটাই মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন।
সময় টিভির এক সাক্ষাৎকারে বিসিবির সাবেক এ পরিচালক বলেন, ‘ক্রিকেটারদের ১১ দফা দাবি প্রত্যেকেই মনে করেন ক্রিকেটের উন্নয়নের বিকল্প নাই। ষড়যন্ত্রের অংশ এ কথাগুলো ঐসব ব্যক্তিরাই বলেন, যারা নিজেরা ষড়যন্ত্রের মধ্যমে ওই সব জায়গায় নিজের স্থান পাকা করে নেন। পাপন সাহেব ৯০ দিনের জন্য এসে ইলেকশনের পরিবর্তে নিজে প্রেসিডেন্ট হওয়ার জন্য যা যা দরকার, সেই ষড়যন্ত্রগুলো করেছেন।’
এছাড়াও ক্রিকেটারদের ১১ দফা দাবি শুধু নিজেদের বেতন বাড়ানোর জন্য নয়, বরং ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য এর বিকল্প নাই বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, ‘পুরো কন্সটিটিউশন (সংবিধান) চেঞ্জ করেছেন। লোকমানের মতে ক্রিমিনালদের বোর্ডে নিয়ে এসেছেন। যার সাথে ক্রিকেটের কোনো সম্পর্ক নাই। এখানেও শেষ নেই। কয়েকটি ক্লাবকে দুইটা করে ভোট দেয়ার ব্যবস্থা করেছেন। কেউ চারটা ক্লাবের সাথে ভালো সম্পর্ক করতে পারলে, সে আটটা ক্লাবের ভোট পেয়ে যাবে। এই যে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।’
