1:27 PM, 13 November, 2025

গোলাপগঞ্জে নিসচা’র আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

Golap Pic-1 (1)

গোলাপগঞ্জ প্রতিনিধি:

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোলাপগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালন করেছে নিরাপদ সড়ক চাই নিসচা’র উপজেলা শাখা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় পৌরসভার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও সুলতান মাহমুদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মনসুর হোসেন মুন্না।
নিসচা ফুলবাড়ি ইউনিয়ন শাখার সদস্য সাংবাদিক হাবিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ সহকারী উপ পুলিশ পরিদর্শক আবু তাহের, বিশিষ্ট রাজনীতিবিদ ছালিক আহমদ চৌধুরী, মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়াম্যান আহমদুর রহমান হিনু, সমাজসেবী এম.সিরাজুল ইসলাম, গণদাবী পরিষদের সভাপতি ডা.হাবিবুর রহমান, পরিবেশবাদি আব্দুল লতিফ সরকার, নিসচা উপজেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি খালেদ হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুবেল আহমদ, নিসচা উপজেলা শাখার সহ সভাপতি কামাল আহমদ, সাংবাদিক আবুল কাসেম।
উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা মোসা, সহ- সভাপতি মো: শাফায়াৎ জামিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. লায়েক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, দপ্তর সম্পাদক সুমন আলী, আইন বিষয়ক সম্পাদক মো. রুহুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.শাকিল আহমদ, সাংবাদিক শাহ আলম নিসচার সদস্য অলিউর রহমান, শামীম আহমদ, নিসচা ফুলবাড়ী শাখা’র সদস্য আব্দুর রব রাশেদ, সাবলু আহমদ, তাহের আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে এক র‌্যালির বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।