গাইবান্ধায় দিনব্যাপী নদী উৎসব

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় আজ শনিবার পালিত হলো দিনব্যাপী নদী উৎসব। নদী সম্পর্কে সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেয়া এবং নদী দখল ও দুষণরোধে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা শহরের পৌরপার্কে এ উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র এ অনুষ্ঠানের মূল আয়োজক।
স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে ও পৌর পার্কে আয়োজিত জাতীয় সংগীতের মাধ্যমে নদী উৎসব শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সাদুল্যাপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল কাইয়ুম প্রমুখ।
দিনব্যাপী এ নদী উৎসবে ড. তুহিন ওয়াদুদ এর একক নদী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় এবং তার রচিত ‘রংপুর অঞ্চলের নদ-নদী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। শনিবার বিকালে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি ড. তুহিন ওয়াদুদ রচিত ‘রংপুর অঞ্চলের নদ-নদী ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এছাড়া তিনি ড. তুহিন ওয়াদুদ রচিত নদী চিত্রেরও উদ্বোধন করেন।
উৎসবে নদী সুরক্ষা, নদী দখল, দুষন ও নদীর বহুমাত্রিক ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী রংপুর অঞ্চলে ৭৮টি নদীর তথ্য থাকলেও ড. তুহিন ওয়াদুদ প্রায় ২০০টি নদীর তথ্য সংগ্রহ ও ছবি তুলেছেন। গাইবান্ধা পৌর পার্কে তার তোলা ১৫০ টি নদীর বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। নদী উৎসবের পাশাপাশি ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালের ডিবেট ফোরামের নদী সংক্রান্ত বিতর্ক, নদী বিষয়ক গান, কবিতা ও নাটক প্রদর্শন করে।
