উলাশী ইউনিয়ন ফুটবল টুনামেন্টে বাগআঁচড়া ফুটবল একাদশ ফাইনালে

শাহারিয়ার হুসাইন :
উৎসব মুখর পরিবেশে শার্শার উলাশী ইউনিয়ন ফুটবল টুনামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ধলদা তবিবার রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সেমিফাইনাল খেলায় বাগআঁচড়া ফুটবল একাদশ ৩ – ০ গোলে নিজামপুর ফুটবল একাদশকে পরাজিত করে টুনামেন্টের ফাইনালে উঠে।
এ সময় দর্শক গ্যালারীতে বসে খেলাটি উপভোগ করেন উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ফুটবল দলের সহকারী টিম ম্যানাজার জুয়েল আহম্মদ ঝিনুক, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, জোহরা মেডিকেল সেন্টারের পরিচালক ডাক্তার হাবিবুর রহমান হাবিব, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান মন্টু ও শাহরিয়ার হুসাইন সহ হাজার হাজার দর্শক। বাগআঁচড়া ফুটবল একাদশ নিজামপুর ফুটবল একাদশকে খেলার প্রথমঅর্ধের ৭ মিনিটে প্রথম গোল, ১৭ মিনিটে দ্বিতীয় গোল ও ২০ মিনিটে তৃতীয় গোল দেয়।
