11:40 AM, 13 November, 2025

আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড,৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

FB_IMG_1571239159039
বরগুনা সংবাদদাতাঃ
আমতলী উপজেলার পৌরশহরের ২ নং ওয়ার্ড ব্রাক ব্যাংক সংলগ্ন আলী হাওলাদারের বাসায় অগ্নি সংঘটিত হয় এতে তার ঘর, মোটরসাইকেল, আসবাবপত্র, তার ভাড়াটিয়া মন্টু মিয়ার আসবাবপত্র পুড়ে গেছে।
এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
আমতলী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, আজ বুধবার সন্ধ্যায় আমতলী পৌর শহরের ২ নং ওয়ার্ডের আলী হাওলাদারের বাসায় আগুন জ্বলতে দেখা যায় পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বলেন, আগুন নিয়ন্ত্রণে। সময়মতো না পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ আর বেড়ে যেতো। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।