1:58 AM, 13 November, 2025

পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধ: অতর্কিত হামলায় নিহত ১ আহত ৫

dead_3

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন সুখিয়া ইউনিয়নের টুঠারজঙ্গল গ্রামের আবু বকর সিদ্দিক (অরুফে গোলাপ মেম্বারের বাড়ি সংলগ্ন) আ. কাদিরের বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অাঘাতে মো. মোখলেছুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মৃতের পিতা ও অন্তঃসত্ত্বা চাচী সহ আহত হয়েছেন আরো ৫ জন। নিহত মো. মোখলেছুর রহমান টুঠারজঙ্গল গ্রামের আ. কাদিরের ৫ সন্তানের (১ ছেলে ৪ মেয়ে) মধ্যে ২য় ছেলে। মৃত্যুকালে তার স্ত্রী এবং এক সন্তান রেখে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৭ ঘটিকার সীমানা নির্ধারণ না করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন পাশের বাড়ির মৃত মতি মিয়ার মেয়ে সালমা আক্তার। মো. মোখলেছুর রহমান ঘর তৈরিতে বাধা দেয়ায় সালমা আক্তারের চাচা এবং চাচাতো ভাই অতর্কিতভাবে হামলা চালায় মো. মোখলেছুর রহমানের উপর।

নিহতের বাবা আ. কাদির এসে জিজ্ঞাসা করেন,  “কেন তার ছেলেকে মারপিট করতেছে?” তখন তারা ক্ষুব্ধ হয়ে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় মো. মোখলেছুর রহমানকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তবে সালমা আক্তার তার পৈত্রিক ভিটায় ঘর উঠানোকে কেন্দ্র করে তার চাচা ও চাচাতো ভাইদেরকে নিহতের পরিবারের দিকে উস্কিয়ে দিয়ে এই ঘটনা ঘটান বলে অভিযোগ করেন নিহত মো. মোখলেছুর রহমানের পরিবার।

আহতরা হলেন, মৃত আবুল হাসেমের ছেলে এবং নিহত মো. মোখলেছুর রহমানের পিতা কাদির (৬৫)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় রয়েছেন। তবে তার জীবনও এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে। আ. কাদিরের ছোট ভাই আ. হালিম (৫৫) হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রয়েছেন।

এছাড়াও আ. ছালাম (উরফে জমশেদ) (৫০), মাহতাব উদ্দিন (৩৫), সবুজ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং নিহতের চাচী জ্যোস্না আক্তার (৩২) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু জানান, অনেক দিন ধরেই এই দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলে আসছে। স্থানীয়ভাবে নিষ্পত্তি করে নতুন ঘরের নির্মাণ কাজ করার কথা বলা হয়েছিল কিন্তু তাহা না করেই অতর্কিত হামলায় ঝরে গেল একটি তাজাপ্রাণ।

পাকুন্দিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মো. মোখলেছুর রহমান (৩৫) নিহত হন। তবে মামলার প্রস্ততি নেয়া হচ্ছে। মামলা হলেই আমরা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেব।