ফের আল-হানুফ গ্রুপ কোম্পানিতে শ্রমিক র্ধমঘট

সোহলে ডি.এম রানা, রিয়াদ, সৌদি আরব:
আকামা ও বকেয়া বেতনের দাবীতে ফের সৌদি আরবে আল-হানুফ গ্রুপ কোম্পানিতে শ্রমিক র্ধমঘট ডেকেছে। কোম্পানির প্রায় ৯০ % শ্রমিকের আকামা মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে এবং ৪ মাস বেতন বকেয়া আছে। উল্লখ্যে গত ২৪ জুলাই দেশেরর্বাতা ২৪ ডটকমে প্রচারতি সংবাদটি বেশ আলোচতি হয় । আকামা বেতনসহ সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু ফের কোম্পানি আকামা ও বেতনের দাবিতে তালবাহানা করছে আল-হানুফ গ্রুপ এর রিয়াদ আল কুজামা নামক স্থানের আল-আমাল প্রজেক্টে সকাল থেকে শ্রমিকেরা গেটের সামনে দাঁড়িয়ে তাদের দাবী আদায়ের চেষ্টা করছে। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে সৌদি আরবরে আল-হানুফ গ্রুপরে অন্যান্য প্রজেক্টের শ্রমিকেরা। এদিকে শামীম নামের এক শ্রমকিরে কথা বলে জানা যায় তার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় নয় মাস হলো অনেকবার কোম্পানীর দ্বারস্থ হলেও এর কোন সুরাহা হয়নি। কোম্পানীরএমন নাজুক অবস্থা দেখে শ্রমিকগণ বাধ্য হচ্ছে দেশে ফিরে আসত। শুধু শামীম নয় শামীমের মত বহু শ্রমিকের আকামার মেয়াদ শেষ গেছে। তাদের র্বতমান দাবী একটাই আকামা ও বকেয়া বেতন পরিশোধ না হওয়া র্পযন্ত তারা কাজে যোগদান থেকে রিত থাকবে। এ রিপোর্ট লিখা র্পযন্ত কোন র্উদ্ধতন র্কমর্কতার দেখা পাওয়া যায়নি। কোম্পানিটির ম্যানেজার সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি এমন কি তার মুটোফোনে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
