পঞ্চগড়ে নছিমন মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাজী সাইফুল, পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলায় নছিমন ও মোটর সাইকেল এর সংঘর্ষে দৌলত হোসেন (৩৫) নিহত হয়েছে। এ সময়ে ছুলু মিয়া (৩৫)নামের আহত হয়েছে একজন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় পঞ্চগড় -তেতুঁলিয়া সড়কের চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দৌলত হোসেন উপজেলার অমরখানা ইউনিয়নের তালমা আদর্শ গ্রামের মৃত হজরত আলীর ছেলে । আহত ছুলু মিয়া দেবনগর ইউনিয়নের মানিক ডবা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মোটর সাইকেলটি জগদল থেকে পঞ্চগড় যাচ্ছিল এ সময় পঞ্চগড় থেকে আসা নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা দু’জনে গুরুতর আহত হয় ।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দৌলত হোসেনকে মৃত ঘোষনা করে।আহত ছুলু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
