আমতলীতে পৌর শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বরগুনা সংবাদদাতাঃ
আমতলী পৌর শহর শাখা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। টি.এম. রেদওয়ান বাইজিদকে সভাপতি ও রিপন হাওলাদার কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
৩১ সদস্য বিশিষ্ট্য পৌর শহর শ্রমিক লীগের এ নতুন কমিটির অনুমোদন দেয় মো. আব্দুল হালিম মোল্লা আহবায়ক জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার ও ডা.মো. মোতালেব মিয়া সদস্য সচিব জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখা।
নতুন কমিটিতে যারা নিজেদের স্থান নিতে পেরেছেন তারা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি শিউলি রানী, সহ-সভাপতি মো. রাসেল মিয়া, আবু জিহাদ, ইমাম তাকি সানি, মো. জলিল দুয়ারী, বেল্লাল হোসেন, মো. বেলাল হোসেন, মাসুম বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আকাশ দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন মৃধা, মো. মিলন হাওলাদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাসিনা ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ মনিরা, কোষাধক্ষ্য সাইদুর রনি, প্রচার সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক জহিরুল গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিরাজ শিকদার, এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৯ জনের নাম আছে।
এদিকে টি.এম. রেদোয়ান বাইজিদ সভাপতি ও রিপন হালদার সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় অনেকেই তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তারা ভবিষ্যতে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
নব-নির্বাচিত পৌর শ্রমিক লীগের সভাপতি টি.এম. রেদওয়ান বাইজিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শ্রমিকলীগের মাধ্যমে একনিষ্টভাবে কাজ করে হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।
