নবাবগঞ্জে চড়ারহাট গণহত্যা দিবস পালন

নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) :
দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে চড়ারহাট গণহত্যা দিবস পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১০ অক্টোবর) বৈকাল ০৪টায় চড়ারহাট শহীদদের স্মরণ নির্মিত স্মতিসোধ পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলার পুুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেনের , সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, দিনাজপুর জেলার মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও সাংবাদিক মোঃ আজহারুল আজাদ জুয়েল ,বীর মুক্তিযোদ্ধা হাসান আলী ,বীর মুক্তিযোদ্ধ এখলাছুর রহমান , পুটিমারা ইউনিয়নে র আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। পরে গনহত্যায় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৭১ সালের ১০ অক্টোবর উপজেলার চড়ারহাটের বদ্ধভুমিতে পাক হানাদার বাহিনী কাজের কথা বলে ডেকে নিয়ে নির্বিচার গুলি চালিয়ে ২ জন নারীসহ ১৫৭ জন নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। সেই দিনের নির্মম এই গণহত্যার কথা মানুষ ভুলতে পারেনি আজও।
নবাবগঞ্জে এডিপির অর্থায়নে গবাদীপশুর ভ্যাকসিন প্রদান
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর):
দিনাজপুরের নবাবগঞ্জে এডিপির অর্থায়নে গবাদিপশুর মাঝে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দাউদপুর ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিনামূল্যে ভ্যাকসিন প্রদানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিদ । এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসিরুল ইসলাম , ৭নং দাউদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুলাহেল আজিম , উপজেলা প্রসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , সহ সভাপতি সঞ্জয় রায় উপস্থিত ছিলেন । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান এডিপির অর্থায়নে ভ্যাকসিন প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে দেওয়া হবে। এর কারণে উপজেলার প্রাণি সম্পদের উন্নয়ন হবে। এলাকার পশু পালনের সাথে জড়িত থাকা ব্যক্তিরা জানিয়েছেন বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ায় তারা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
