কামারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উক্ত বিদ্যালয়ের নিজস্ব ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনে প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার ফলাফল ঘোষনা করেন। এতে ৪ জন অভিভাবক প্রতিনিধি পদে ৮ জন পুরুষ ও মহিলা সদস্য পদে ২ জন প্রতিদন্ধিতা করেন। ফলাফলে অভিভাবক প্রতিনিধি হিসেবে আজগর আলী ২৬২ ভোট, ছাদেকুর রহমান ২৫৫ ভোট, মো: মোছলেম মিয়া ২৫৫ ভোট, রফিকুল ইসলাম ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। মহিলা সদস্য পদে নাছিমা বেগম ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেন।
বিজয়ী প্রার্থীরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের আদরের সন্তানকে এই স্কুলে ভর্তি করেছেন সুতরাং আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠভাবে পালন করব, যাতে করে আপনাদের সন্তানেরা এই বিদ্যালয় থেকে আদর্শ মানুষ হয়ে তাদের সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
