2:18 AM, 13 November, 2025

নবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

72058796_388269222051584_8787492118269526016_n

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর)
“সবার আগে দৃষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ব্র্যাক ভিশন সেন্টার নবাবগঞ্জ এর সহযোগিতায় ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ খায়রুল ইসলাম(তপন)এর সভাপতিত্বে আলোচনা সভায় ব্র্যাক ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাক ম্যানেজার নবাবগঞ্জের( ক্ষুদ্র ঋণ কর্মসূচী) মোঃ আনোয়ার হোসেন, নবাবগঞ্জ উপজেলা ব্র্যাক ভিশন সেন্টারের কর্মসূচি সংগঠক মোঃ তহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।