দুই গোলে পিছিয়ে পড়ে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ২-২ গোলে ড্র

ক্রিড়া প্রতিবেদক: মোঃ আলী আকবর রনী
ফিফা ফ্রেন্ডলী ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় সিগন্যাল ইদুলা পার্কে জার্মানির বিপক্ষে খেলতে নামে দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। দুই দলই তারুণ্যনির্ভর দল নিয়ে মাঠে নামে। খেলার শুরুতে আর্জেন্টিনা কিছুটা অগোছালো থাকলেও ধিরে ধিরে খেলাতে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। খেলার ১৫ মিনিটের সময় জার্মানির আক্রমণ ভাগের খেলোয়ার “সারজে গানব্রে” ডি-বক্সের জটলার ভিতর থেকে আলতো ছোয়ায় আর্জেন্টিনার জালে বল জড়িয়ে জার্মানিকে ১-০ গোলের লিড এনে দেয়। মাত্র ৭ মিনিট পরেই প্রথম গোল স্কোরার ‘‘সারজে গানব্রে’’ বাড়ানো বলে “কাই হাভার্টজ” এর গোলে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানি ২-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয় গোলের পর যেন আর্জেন্টিনার দলটি আক্রমন তেঁতে উঠে। মুহুর মুহুর আক্রমন চালাতে থাকে, কিন্তু জার্মানির রক্ষনভাগের খেলোয়ারদের কাছে এসে বার বার খেই হারিয়ে ফেলে। আর্জেন্টিনার নিশ্চিত দুটি গোল বঞ্চিত করে জার্মানির গোলরক্ষক স্টেগান। আক্রমন এবং পাল্টা আক্রমণে খেলাটি মনোমুগ্ধকর হয়ে উঠে। ২-০গোলের ব্যবধান নিয়ে দুই দল বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই আর্জেন্টিনা আক্রমন ভাগ আরও ক্ষিপ্ত হয়ে উঠে। দ্বিতীয়ার্ধের দুই সুপার সাব এর কল্যানে খেলার ৬৬ মিনিটের সময় ২-১ গোলের ব্যবধান কমিয়ে আনে আর্জেন্টিনা। “মার্কাস আকুনার’’ হাওয়ায় ভাসানো বলে “লুকাস আলারিও” এর এক দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান কমিয়ে আনে।
খেলার ৮৫ মিনিটের সময় এক সম্মলিত আক্রমণের মাধ্যমে “লুকাস আলারিও” অসধারণ নৈপূণ্যের ডিবক্সের ভিতরে বাড়িয়ে দেয়া বলে “লুকাস অকোম্পস’’ শটে গোল করে আর্জেন্টিনাকে সমতা এনে দেয়। দ্বিতীয় গোল করার পর যেন আর্জেন্টিনার গোল খুদা আরো বেড়ে যায়, কিন্তু জার্মান গোলরক্ষক এবং ডিফেন্ডারদের কারণে আর্জেন্টিনার গোল বঞ্চিত হয়। খেলার বাকী সময় আর কোন গোল না হওয়া দুইদল ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।
অনেক দিন পর মনে হয় আর্জেন্টিনার ফুটবল দর্শকরা আর্জেন্টিনার এই আক্রামনাত্বক ফুটবল দেখলো। মুহুর মুহুর আক্রমন, বল টেকেল, বল পজিশন, বল পাস, পাসিং একুরেসি সব দিক দিয়ে এগিয়ে ছিল জার্মানির বিপক্ষে।
