9:45 AM, 13 November, 2025

ট্রাকের ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত

IMG_20191008_205228-300x150

দেবীগঞ্জ (পঞ্চগড়)প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিজ¦য় চত্বর শ্রমিক অফিসের সামনে একটি ট্রাকের ধাক্কায় আব্দুল আজিজ শাহ্ (৬০) নামে সুন্দরদির্ঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঘঠনাস্থলে নিহত হন। আজ মঙ্গলবার সন্ধায় দেবীগঞ্জ বিজ¦য় চত্বরে শ্রমিক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।হাসিম উদ্দিন শাহ্রে ছেলে নিহত আব্দুল আজিজ শাহ্রে বাড়ি দেবীগঞ্জ উপজেলা সুন্দরদির্ঘী, ফুলবাড়ী পাইকান পাড়া এলাকায়।

ঘটনা স্থলে জানাযায়, আজ সন্ধায় দেবীগঞ্জ উপজেলা শ্রমিক অফিসের সামনে এশিয়ান হাইওয়ে রাস্তায় মোটরসাইকেল যোগেপার হবার সময় প গড় গামী একটি ট্রাকের ধাক্কায় আওয়ামী লীগ নেতা ঘঠনাস্থলেই নিহত হন। দেবীগঞ্জ সার্কেল এ, এসপি একরামুল হক ঘটনার নিশ্চিত করে, বলেন দেবীগঞ্জ থানা পুলিশ গাড়ি ও ড্রাইভারকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ড্রাইভার মৃত,আঃ গনীর ছেলে মো: আমিনুল ইসলাম, সাং: রামের ডাঙ্গা,প গড় সদর।