12:50 AM, 13 November, 2025

যাদুরানী হাটে মাছ ব্যবসায়ীরা ওজন কম দিয়ে টাকা নেওয়ার অভিযোগ

received_2137177583241792
সোহেল রানা মানিক, হরিপুর উপজেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় যাদুরানী হাট উত্তর বঙ্গের ব্যবসার প্রান কেন্দ্র ও বড় হাট। বিভিন্ন জায়গা থেকে বড় ব্যবসায়ীরা এসে সাপ্তাহিক হাটে কেনা বেচা করে সন্ধ্যা বেলা চলে যায়। হাটে বিপুল সংখ্যক লোকসমাগম  হওয়া হাটে চলাচলের রাস্তা গুলো সহ  ব্যস্ত হয়ে পরে। কে রাখে কার খোজ এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী রানীসংকৈল,পীরগন্জ, বালিয়াডাংগী ঠাকুরগাঁও থেকে এসে গরীব অসহায় জনসাধারণ কে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ৮-১০-২০১৯ ইং মঙ্গলবার উপজেলার যাদুরানী হাটে মাছে বাজারে জনতার  মাঝে হট্রোগোল সৃষ্টি হলে , সেখানে উপস্থিত জনতার মাঝে উপস্থিত হয় গনমাধ্যম কর্মী। জনতার  বক্তব্য শুনেন গনমাধ্যম কর্মী দল।সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে  কয়েক জন মাছ ব্যবসায়ী তাদের ব্যবহারে পরিমাণে কম সে গুলো সরিয়ে নেয়।জনতা ও গনমাধ্যম কর্মী সবাই  মিলে কিছু কিছু অসাধু মাছ ব্যবসায়ী  নিকট কম ওজনে  বাটখারা উদ্ধার করে। সেই অসাধু মাছ ব্যবসায়ীরা  তারা জনতার কাছে মাফ চায়।তারা হলেন মোঃ সুয়েল পিতাঃ মোঃ সলেমান,গ্রামঃ ভেটনা হরিপুর, মোঃ সুমন, পিতা ঃ আবুল কাসেম, গ্রামঃ (গোয়াগা) পীরগন্জ , পীরগন্জ, ঠাকুরগাও,মোঃ বশির উদ্দীন পিতাঃ বাচা মোহাম্মদ, গ্রাম নেকমরদ বটতলী, রানিসংকৈল, মোঃ শরিফুল পিতাঃ মোঃ আব্দুর রহমান,গ্রাম পীরগন্জ ঠাকুরগাঁও।তারা দীর্ঘ দিনধরে কম ওজন দিয়ে ব্যবসা করে আসছিল। হরিপুর এলাকাবাসি দাবি  নিয়মিত দেখভাল করা প্রয়োজন।